ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

  • আপডেট: Wednesday, November 22, 2023 - 4:00 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক আহসান হাবীব (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবীব বগুড়া শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন চালক হাবীব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এসময় অটোরিকশার চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনালী/জেআর