ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম

বাদশাকে আবারও সমর্থনের আহ্বান জানিয়ে যুবমৈত্রীর প্রচারপত্র বিলি

  • আপডেট: Monday, November 20, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে আবারও সমর্থনের আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন এলাকায় উন্নয়ন সম্বলিত প্রচারপত্র বিলি করেছেন মহানগর যুবমৈত্রীর নেতাকর্মীরা।

আজ সোমবার বিকালে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে শুরু করে মণিবাজার হয়ে লক্ষ্ণীপুর মোড় পর্যন্ত এসব প্রচারপত্র বিলি করেন তারা।

প্রচারপত্রে গত ১৫ বছরে এমপি ফজলে হোসেন বাদশার উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড যেমন- রাজশাহী বিমানবন্দর পুনরায় চালু, রেশম কারখানা চালু, শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অভুতপূর্ব উন্নয়ন, প্রতিবন্ধীদের উন্নয়নে দৃশ্যমান অবদান, দেশের প্রথম শহিদ মিনার নির্মাণের উদ্যোগ, রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালু, বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের জন্য সংসদে প্রস্তাব, শহর রক্ষা বাঁধ নির্মাণসহ নগরীর বিভিন্ন অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রচারপত্র বিলিকালে মহানগর যুবমৈত্রীর সভাপতি সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতি বলেন, গত পনেরো বছরে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ও জননেতা ফজলে হোসেন বাদশার সমন্বিত উদ্যোগে রাজশাহী শহর আজকে সারাদেশে রোল মডেল। তাদের ঐক্যবদ্ধ প্রয়াসে রাজশাহী একদিকে যেমন আধুনিক ও উন্নত শহর; অপরদিকে শতভাগ দৃশ্যমান শিক্ষা নগরী। আমরা এর ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখতে চাই। সম্প্রতি রাজশাহীর মানুষ এক্যবদ্ধ হয়ে সিটি নির্বাচনে যেভাবে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে; ঠিক সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে রাজশাহীবাসী উন্নয়নের পক্ষেই রায় দেবে বলে বিশ্বাস করি।

এসময় মহানগর যুবমৈত্রীর সহ-সভাপতি ও নিউ গভ: ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রায়হান হালিম, মহানগরের সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোহায়মিনুল হক রানাসহ যুবমৈত্রীর মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ