ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৪ - ২:৩৩ অপরাহ্ন

যমুনায় নৌকা থেকে পড়ে বাঁধ নির্মাণ প্রকল্পের শ্রমিক নিখোঁজ

  • আপডেট: Friday, November 17, 2023 - 1:00 pm

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আকব্বর আলী (৬০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আকব্বর আলী কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।

নিখোঁজ আকব্বর আলীর ছেলে আসাদুল্লাহ বলেন, আজ বিকেলে যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের বাড়ি লেগে নদীতে পড়ে যান তার বাবা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক বলেন, জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

সোনালী/জেআর