ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

ছুটিতে যেখানে গেলেন পিটার হাস

  • আপডেট: Friday, November 17, 2023 - 11:19 am

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গতকাল দুপুরে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলম্বোয় গেছেন। ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে পিটার হাস কোথায় ও কেন গেছেন এসব বিষয়ে কিছু জানাতে রাজি নন মার্কিন দূতাবাসের মুখপাত্র। পিটার হাস দেশের বাইরে গেছেন এটা জানালেও কোথায়, কেন গেছেন তা জানাতে রাজি হননি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও।

কূটনৈতিক সূত্রের খবর, বড়দিনের ছুটি আগাম কাটাতে দেশের বাইরে গেছেন মার্কিন কূটনীতিক। তিনি এক সপ্তাহের বেশি সময় এ ছুটি কাটাবেন।

 

সোনালী/জেআর