ঢাকা | মে ৪, ২০২৫ - ৫:০০ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ আঘাত হানতে পারে যে ১১ জেলায়

  • আপডেট: Thursday, November 16, 2023 - 10:52 pm

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট হলে এর নাম হবে ‘মিধিলি’।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। এটি দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

১১ জেলা হলো : বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রাম ও বাগেরহাট।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS