ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৪৯ পূর্বাহ্ন

লালপুরে গৃহবধূর পায়ের রগকাটা লাশ উদ্ধার

  • আপডেট: Wednesday, November 15, 2023 - 7:15 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মিনা রানী (৩০) নামে এক গৃহবধূর পায়ের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজেলার আড়বাব ইউনিয়নের হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই এলাকার উজ্জলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনা রানী দীর্ঘ দিন যাবৎ মেরুদণ্ডের সমস্যায় ভুগতে ছিলেন।

বুধবার সকালে ওই নারী তার পায়ের রগ কেটে আত্মহত্যা করার চেষ্টা কালে পরিবারের লোকজন জানতে পারেন। এসময় তাকে উদ্ধার করতে গেলে দেখতে পান অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে।

পরে পরিবারের লোকজন লালপুর থানায় জানালে ঘটনাস্থল থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করেন। পরিবারের দাবি, দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় বটি দিয়ে তার নিজের পায়ের রগ কেটে আত্মহত্যা করেছে মিনা রানী।

লালপুর থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাপারে লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং নিহত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনালী/জেআর