ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৬:৫৮ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার পরপরই ৩ জেলায় যানবাহনে আগুন

  • আপডেট: Wednesday, November 15, 2023 - 11:43 pm

অনলাইন ডেস্ক: তফসিল ঘোষণার পরপরই দেশের তিনটি জেলায় যানবাহনে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

সরকারি সংস্থাটি জানিয়েছে, বগুড়া, সিলেট ও নাটোরে গণপরিবহন ও সাধারণ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টা ৫৫ মিনিটে বগুড়া সদর শাকপালা এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বগুড়া ফায়ার স্টেশন থেকে নির্বাপণ একটি ইউনিট কাজ করে।

সিলেট সদর শাহপরান দাসপাড়া এলাকায় রাত ৮টায় ৪৩ মিনিটে একটি লেগুনায় আগুন দেওয়া হয়। সিলেট সেনানিবাস ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নির্বাপণ কাজ করে।

এছাড়া নাটোর বনপাড়া নয়াবাজার এলাকায় বেসরকারি কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয় সন্ধ্যা ৬টায় ৫মিনিটে। বনপাড়া ফায়ার স্টেশন দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

এরপর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগুন দেওয়া ও নানা ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

সোনালী/জেআর