ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৭:৫৮ অপরাহ্ন

নগরীতে পুলিশের গাড়িতে শিবিরের হামলা, পুলিশ সদস্যরা আহত

  • আপডেট: Wednesday, November 15, 2023 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলে চালিয়েছে ছাত্র শিবির।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি সোহরাওর্দী হোসেন।

তিনি জানান, শিবিরের একটি মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ির লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে টহল গাড়িতে থাকা চার পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।

এছাড়াও গাড়িটির সামনের অংশের গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চালানো হচ্ছে।

সোনালী/জেআর