ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৩৬ পূর্বাহ্ন

তফসিল ঘোষণা করায় ডাবলুর নেতৃত্বে আনন্দ মিছিল

  • আপডেট: Wednesday, November 15, 2023 - 8:19 pm

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে আনন্দ মিছিল বুধবার সন্ধা সাড়ে ৭ টায় নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লেমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, মহানগর আওয়ামী লীগ উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী (সোহেল), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানুর আরেফিন, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, মহানগর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপণ্য কুমার সরকারসহ বিভিন্ন নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর