ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:০৭ পূর্বাহ্ন

শহিদ কামারুজ্জামান গবেষণা ও জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট: Tuesday, November 14, 2023 - 1:55 pm

আইডিইবি’র রাজশাহীস্থ ভবনে

স্টাফ রিপোর্টার: ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশের (আইডিইবি) রাজশাহীস্থ বভনে শহিদ এএইচএম কামারুজ্জামান গবেষণা ও জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় শহরের হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কেন্দ্রের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এ সময় ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশের (আইডিইবি) রাজশাহী জেলা শাখার নির্বাহী সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, প্রকৌশলী আব্দুল গফুর, রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন আল ওয়াদুদ, আইডিইবি’র রাজশাহী জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবু বাশির, দপ্তর সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব, প্রচার সম্পাদক প্রকৌশলী শাহিনুল ইসলাম, প্রকৌশলী আবু হেনা, প্রকৌশলী জাহিদ বিন ফুয়াদ, প্রকৌশলী আনোয়ারা বেগমসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সোনালী/জগদীশ রবিদাস