ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:৪১ অপরাহ্ন

গোদাগাড়ীতে সরকারবিরোধী কর্মকাণ্ড: জামায়াত নেতা আটক

  • আপডেট: Monday, November 13, 2023 - 10:22 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে সরকারবিরোধী প্রচারপত্র বিলি করতে গিয়ে জামায়াত ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি সাইফুদ্দীন (৫৫) এলাকায় সরকার বিরোধী প্রচারপত্র বিলি করে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করার চেষ্টা করার সময় পুলিশের হাতে আটক হয়।

আটককৃত সাইফুদ্দীন সুলতানগঞ্জ গ্রামের মন্টুর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিষার ইনচার্জ আব্দুল মতিন বলেন, আটককৃত সাইফুদ্দীন সরকার বিরোধী ও সন্ত্রাস নাশকতার কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। গোয়েন্দা তথ্য ভিত্তিতে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগে থানায় মামলা হয়েছে।

সোনালী/জেআর