ঢাকা | মে ১৮, ২০২৪ - ১০:৪২ অপরাহ্ন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ১৮৯ প্লাটুন বিজিবি

  • আপডেট: Monday, November 13, 2023 - 9:00 pm

সোনালী ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ গতকাল সোমবার সারাদেশে ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের মাধ্যমে রাজপথ দখলের চেষ্টা করছে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দল গুলো।

আন্দোলনের বর্তমান পর্যায়ে প্রায় প্রতিদিন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গতরাতেও তেজগাঁও, নতুনবাজার, সাভারসহ ঢাকা মহানগরী ও এর আশপাশের একাধিক এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

যার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবিও কাজ করে যাচ্ছে।

সোনালী/জেআর