ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:২৬ পূর্বাহ্ন

ধানের উৎপাদন বাড়াতে ১০৮ কোটি টাকার প্রণোদনা

  • আপডেট: Monday, November 13, 2023 - 9:10 pm

সোনালী ডেস্ক: চলতি অর্থবছরে (২০২৩-২৪) বোরো মৌসুমে উচ্চফলনশীল (উফশী) জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ১০৭ কোটি ৬২ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে।

সোমবার কৃষি মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি হয়েছে। মাঠ পর্যায়ে শিগগিরই বিতরণ কার্যক্রম শুরু হবে। এর আওতায় সারাদেশের ১৫ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন।

একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

চলতি বছর এর আগে (গত মাসে) প্রথম ধাপে বোরোতে হাইব্রিড জাতের ধানের উৎপাদন বাড়াতে ৯০ কোটি টাকার প্রণোদনার আদেশ জারি হয়েছে।

এসব প্রণোদনা মাঠ পর্যায়ে বিতরণ চলছে। সব মিলিয়ে দুই ধাপে বোরোতে প্রণোদনার পরিমাণ দাঁড়িয়েছে ১৯৮ কোটি টাকা। সুবিধাভোগী কৃষকের সংখ্যা দাঁড়ালো প্রায় সাড়ে ২৯ লাখ।

সোনালী/জেআর