ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ১২:২৫ পূর্বাহ্ন

নাটোরসহ বিভিন্ন জেলায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, November 8, 2023 - 10:00 pm

সোনালী ডেস্ক: নাটোরের লালপুর, পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুমিল্লার মুরাদনগর ও মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর খাঁপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে। লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বনি নামে এক শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে গিয়ে ডুবে মারা গেছে।

জানা যায়, বুধবার সকালে বাড়ির উঠানে বনিকে রেখে তার মা জেসমিন খাতুন গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিববারের সদস্যরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এফএনএস জানায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে লাবিব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত লাবিব ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল লাবিব। হঠাৎ সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরে এক শিশু বাড়িতে গিয়ে লাবিব পানিতে পড়ে যাওয়ার খবর দিলে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাশকাইট গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) এবং একই বাড়ির কাউসার মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭)।

নিহতদের স্বজনরা জানান, স্থানীয় আলম মেম্বারের পুকুরে গোসল করতে যায় ওই তিন শিশু। তবে দীর্ঘসময় হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খুঁজতে বের হন স্বজনরা।

একপর্যায়ে পুকুরের ঘাটে তাদের জুতা পড়ে থাকতে দেখেন তারা। পরে পানিতে নেমে তিন শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয়রা। মুরাদনগর থানার ওসি প্রবাস চন্দ্রধর বলেন, স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর খবর জেনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে অরিদ্র মুন্সি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের সস্তাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অরিদ্র ওই এলাকার অনুপ মুন্সির ছেলে।

জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলছিল অরিদ্র। খেলার সময় সবার অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়। বেশ কিছু সময় পর শিশুটিকে তার মা পুকুর পাড়ে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে অরিদ্রকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালিকিনি থানার ওসি নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোনালী/জেআর