ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ৪:২৭ অপরাহ্ন

ধারাবাহিক কর্মসূচিতে যুবমৈত্রী, মাঠে থাকার দৃঢ় প্রত্যয়

  • আপডেট: Tuesday, November 7, 2023 - 7:55 pm

শাহমখদুম থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: আগামী নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছে রাজশাহী মহানগর যুবমৈত্রী। ইতিমধ্যেই তিনটি থানায় বিএনপি-জামায়াত ঘোষিত অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টির এই বন্ধু সংগঠন।

আজ মঙ্গলবার বিকালে যুবমৈত্রীর শাহমখদুম থানা কমিটি উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় এলাকার আমচত্বর, টেক্সটাইল মিল সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়ক প্রদক্ষিণ শেষে নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার দিক-নির্দেশনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবমৈত্রী রাজপথে সক্রিয়ভাবে কাজ করছে। রাজশাহীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির চেয়ে শক্তিশালী বলেই এখানে বিএনপি-জামায়াত এখনো কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারেনি। আমরা সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা ভয় পাবেন না। নিজেদের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যান। ওয়ার্কার্স পার্টি এবং যুবমৈত্রী সবসময় আপনাদের পাশে আছে।

সমাবেশে সভাপতিত্ব করেন শাহমখদুম থানা যুবমৈত্রীর আহ্বায়ক চঞ্চল চৌধুরী। বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর যুবমৈত্রীর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ সুমন, রেজাউল করিম রেজা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহানগর যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানা।

এসময় যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, যুবনেতা সুজন আহমেদ, কাওসার আহমেদ, যুবনেতা বাঁধন, যুবনেতা আলামিন হোসেনসহ শাহমখদুম থানা যুবমৈত্রীর অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস