ঢাকা | মে ১০, ২০২৫ - ৩:১৮ পূর্বাহ্ন

এমপি বাদশাকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট: Tuesday, November 7, 2023 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের হড়গ্রাম এলাকায় এমপি বাদশার ব্যক্তিগত কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বিশিষ্ট ক্রিড়াবিদ রায়হান হালিমসহ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. অলীউল আলমের নিয়োগের বিষয়টি জানানো হয়। ওইদিন সন্ধ্যায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সোনালী/জগদীশ রবিদাস

Hi-performance fast WordPress hosting by FireVPS