ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে দেশীয় অস্ত্রসহ দুই টিকটকার গ্রেফতার

  • আপডেট: Tuesday, November 7, 2023 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্রসহ দুইজন টিকটকারকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

আজ মঙ্গলবার রাত নয়টায় নগরীর তালাইমারীর বাদুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মহানগরীর বাদুর মোড় এলাকার পিন্টুর ছেলে পিচ্চি আসাদ (২২) ও কেদুর মোড় এলাকার মাহমুদের ছেলে সালাউদ্দীন সোহাগ।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, রাত সাড়ে আটটায় আমরা একটি টিকটক ভিডিও দেখতে পাই, যেখানে দুইজন তরুণ প্রকাশ্যে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় একটি অটো-রিকশার মধ্যে মহরা দিচ্ছে। ভিডিওটি আমাদের নজরে আসার মাত্র ৩০ মিনিটের মধ্যেই আমাদের একটি টিম অভিযান চালিয়ে তাদের শনাক্ত করে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ওই টিকটক ভিডিওতে প্রদর্শিত দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এনিয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হবে।

সোনালী/জগদীশ রবিদাস