ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৫৬ অপরাহ্ন

রাজশাহী রেলস্টেশনে ককটেল সদৃশ্য বস্তু, পরিস্থিতি স্বাভাবিক

  • আপডেট: Sunday, November 5, 2023 - 11:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশনের মেইন গেটে সবার অগোচরে ককটেল সদৃশ্য বস্তু রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।

পরে খবর পেয়ে স্থানটি ঘিরে রাখে পুলিশ ও র‍্যাবের সদস্যরা। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে ককটেল সদৃশ্য বস্তু দুটি নিস্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট। তবে এতে রেল যোগাযোগের কোন ব্যাঘাত ঘটেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলস্টেশনের প্রহরীরা বস্তুগুলো দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোম ডিসপোজাল টিমের দ্বারা বস্তুটি নিষ্ক্রিয় করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, “স্টেশনে দুটি ককটেল সদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পুরো এলাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে।”

বস্তুগুলো ককটেল না অন্য কিছু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরীক্ষার পর বলা যাবে এগুলো আদৌ ককটেল নাকি বস্তু। ”

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS