ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১:৪৪ অপরাহ্ন

যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে ওয়ার্কার্স পার্টি

  • আপডেট: Sunday, November 5, 2023 - 10:00 pm

মহানগর সম্পাদকমণ্ডলীর সভা

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ তথা দেশি-বিদেশী চক্রান্ত প্রতিহত করার ডাক দিয়ে রাজনৈতিক যেকোনো পরিস্থিতিতে সাধারণ জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি।

আজ রোববার শহরের সাহেব বাজার জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত দলের মহানগর সম্পাদকমণ্ডলীর সভা থেকে এ কথা জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভাপতিত্ব করেন মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী আবু সাঈদ।

বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনিরউদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির। সভাটি পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু।

সম্পাদকমণ্ডলীর সভা থেকে দলের মহানগর শাখার বর্তমান সাংগঠনিক পরিস্থিতির ওপর বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সভার প্রধান অতিথি সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। একইসঙ্গে সভা থেকে বিএনপি-জামায়াত কর্তৃক রাজশাহীসহ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোনালী/জগদীশ রবিদাস