ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:০৬ অপরাহ্ন

নিয়ামতপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল ভ্যান আরোহীর

  • আপডেট: Friday, November 3, 2023 - 5:19 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে মালবাহী একটি ট্রলির ধাক্কায় সড়কে আছড়ে পড়ে নিহত হয়েছেন এক অটোভ্যান আরোহী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর বাজার এলাকায়।

নিহত ব্যক্তি কমল চন্দ্র রায় (৭২) রসুলপুর ইউনিয়নের তেখরিয়া গ্রামের মৃত চন্দ্র রায়ের ছেলে। গুরুতর আহত হওয়া অপর আরোহী একই গ্রামের মৃত গতি রায়ের ছেলে মিঠুন রায়। তারা দুজনেই অটোভ্যানে করে গাংগোর হাটে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংগোর বাজারে আসার সময় বিপরীত দিক থেকে ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানেটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। তাদের দুজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কমল চন্দ্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালী/জেআর