ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:৩৩ অপরাহ্ন

ডাবলুর নেতৃত্বে জেলহত্যা দিবস পালন

  • আপডেট: Friday, November 3, 2023 - 4:00 pm

স্টাফ রিপোর্টার: গভীর শ্রদ্ধার সাথে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়েচে।

শুক্রবার ৩ নভেম্বর রাত ১২.০১ মিনিটে শহীদ কামারুজ্জামান মাজারে শ্রদ্ধাঞ্জলি, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে স্বাধীনতা চত্বরের প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পণ, বাদ জুম্মা নামাজ শেষে সাহেব বাজার বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত এবং অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

দোয়া মাহফিল ও খাবার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ, যুব ও ক্রিয়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম , রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে প্রমুখ।

সোনালী/জেআর