ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম

জেলহত্যা দিবসে এমপি বাদশা ও ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

  • আপডেট: Friday, November 3, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: জেলহত্যা দিবসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার পক্ষ থেকে জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির মহানগর কমিটির নেতারা।

শুক্রবার সকালে কাদিরগঞ্জে শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে এ শ্রদ্ধা জানানো হয়। পরে ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগরের পক্ষ থেকে কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতারা।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, মনির উদ্দিন পানা, নাজমুল করিম অপু, মহানগর সদস্য সীতানাথ বনিক, শাহমখদুম থানার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রেজা, জেলা কমিটির সদস্য রমজান আলী সাধু প্রমুখ।

সোনালী/জগদীশ রবিদাস