ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ৩:০৪ পূর্বাহ্ন

অবরোধ: সোনামসজিদের ২২৬ ট্রাক পৌঁছে দিলেন ইউএনও

  • আপডেট: Thursday, November 2, 2023 - 7:59 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির শেষ দিন ছিলো বৃহস্পতিবার।

এদিন সোনামসজিদ স্থলবন্দরের পানামা থেকে ২২৬টি পণ্যবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, অন্যদিনের মতই স্থলবন্দরে পণ্য খালাস হচ্ছে।

এই স্থলবন্দরে অবরোধের কোনো প্রভাব নেই। ভারত থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। পুলিশের সহযোগিতা নিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো দেশের বিভিন্নস্থানে ছেড়ে যাচ্ছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, মঙ্গলবার পানামা থেকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক অবরোধের কারণে ছেড়ে যায়নি। পরে গত বুধবার ১৩৫টি পণ্যবোঝাই ট্রাক পুলিশ, বিজিবির সহায়তায় ছেড়ে গেছে।

আর গতকাল সকাল ৮টা থেকে এখন পর্যন্ত ২২৬টি পণ্য বোঝাই ট্রাক পানামা থেকে ছেড়ে গেছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, সকালে সোনামসজিদ স্থলবন্দর হতে ১১৮টি পেঁয়াজের ট্রাক ও অন্যান্য ১০৮টিসহ মোট ২২৬টি ট্রাক বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দিয়েছি।

সোনালী/জেআর