ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৯:৪৩ অপরাহ্ন

অবরোধ-নৈরাজ্যের প্রতিবাদে নগর আ’লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট: Thursday, November 2, 2023 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: বিএনপির-জামাতের রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল, অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এ সময় মহানগর মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লেমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, মহানগরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপণ্য কুমার সরকারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর