ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১০:১৬ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ চেতনা পরিষদের ক্যারাম প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • আপডেট: Tuesday, October 31, 2023 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর প্রগতিশীল সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধ চেতনা পরিষদের ক্যারাম প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর নগরীর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মাঠে মাসব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মুক্তিযুদ্ধ চেতনা পরিষদের সভাপতি মতিউর রহমান মতি।

দীর্ঘ এক মাস এই খেলা চলার পর মঙ্গলবার রাতে এর প্রথম ও দ্বিতীয় পুস্কার বিতরণ করা হয়।

গতকাল রাত নয়টায় নিজ বাসভবনে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন কাউন্সিলর মতিউর রহমান। মাসব্যাপী ক্যারাম প্রতিযোগিতায় প্রথম (বিজয়ী) হয়েছেন হাবিবুল্লাহ মুন। এবং দ্বিতীয় (রানার-আপ) হয়েছেন আরিফুল ইসলাম জনি।

বিজয়ী এবং রানার-আপ উভয়কেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর যুবমৈত্রীর সভাপতি ও কাউন্সিলর মতিউর রহমান মতি।

সোনালী/জগদীশ রবিদাস