ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১০:০১ পূর্বাহ্ন

রাজশাহীতে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Tuesday, October 31, 2023 - 11:29 pm

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার গণকপাড়া জাসদ অফিস চত্বর থেকে রাজশাহী মহানগর জাসদের নেতা-কর্মী-সমর্থক সমন্বয়ে এক র‌্যালি সাহেব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে এক জনসমাবেশ আয়োজন করা হয়। রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।

বক্তব্য রাখেন রাজশাহী মহানগর সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ, আশরাফুল ওমর দুলাল, দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবীর, সহ সম্পাদক পাভেল ইসলাম শিমুল, সাবেক ছাত্রনেতা জুয়েল খান, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ প্রমুখ।

কর্মসুচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. মজিবুল হক বকু, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, জাসদ নেতা গোলাম হায়দার, সিনিয়র নেতা শরাফত উল্লাহ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক, মনজুর রহমান শিবলী, জাসদ নেতা গোলাম মোস্তফা পিকুল, কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল, আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন রওনক, সংখ্যালঘু আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার, জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনিসহ জাসদের বিভিন্ন ইউনিট,ছাত্রলীগ নেতা-কর্মি-সমর্থকবৃন্দ।

সোনালী/জেআর