ঢাকা | মে ১, ২০২৫ - ৮:৪৪ অপরাহ্ন

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর

  • আপডেট: Tuesday, October 31, 2023 - 2:00 pm

অনলাইন ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এবার গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কালিয়াকৈর উপজেলার ওই ফাঁড়িতে হামলা করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে পোশাক শ্রমিকরা। এসময় ১০-১২ টি যানবাহন ভাঙচুর করে তারা। পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে শতশত শ্রমিক পুলিশকে ধাওয়া করে।

পুলিশ আত্মরক্ষার্থে মৌচাক বাজার এলাকায় অবস্থিত কালিয়াকৈর থানাধীন পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়। এ সময়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ফাঁড়ির গেট, অফিসের গ্লাস এবং সাইনবোর্ড ভাঙচুর করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, কয়েক হাজার শ্রমিক মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS