ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১:৪২ অপরাহ্ন

আরইউজের নামে দেয়া বিজ্ঞপ্তিতে সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  • আপডেট: Monday, October 30, 2023 - 12:08 am

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নামে গতকাল রোববার কতিপয় ব্যক্তি গণমাধ্যমকর্মীদের কাছে ইমেইলে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

এতে হুবহু আরইউজের নাম, লোগো এবং সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর-১০৮৮ ব্যবহার করা হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তিটি আরইউজের বর্তমান নেতৃত্বের নজরে এসেছে।

এক্ষেত্রে আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই নামে এবং একই রেজিস্ট্রেশনে আর কোন সংগঠন হওয়ার সুযোগ নেই। কারণ আরইউজে শ্রম আইনে পরিচালিত এবং শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার্ড একটি সংগঠন। তাই এই নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

আরইউজের কতিপয় বিপথগামী সদস্য অগঠনতান্ত্রিক সুবিধা আদায় করতে না পেরে একই নামে এবং একই রেজিস্ট্রেশনে আরেকটি সংগঠন করার অপচেষ্টা করছেন বলে প্রতীয়মান।

এটি আরইউজের গঠনতন্ত্রবিরোধী। এমন অপচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। কাজেই, তাদের এমন কর্মকাণ্ডে আরইউজের সম্মানিত সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।