মাঝরাতে বগুড়ায় নামছে ৪ প্লাটুন বিজিবি
অনলাইন ডেস্ক: বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা জোরদার করতে বগুড়ায় ৪ প্লাটুন বিজিবি মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সোমবার মধ্যরাতে তারা বগুড়ায় প্রবেশ করবেন।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়ায় ৪ প্লাটুন বিজিবি মোতায়ন থাকবে। আজ মধ্যরাত অথবা আগামীকাল সকাল থেকে ৪ প্লাটুনে প্রায় ৮০ জন বিজিবি সদস্য জেলাজুড়ে টহল কার্যক্রম চালাবে।
অবরোধ চালাকালীন জেলার গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক৷
থাকছে র্যাবের টহল
বিজিবির পাশাপাশি আগামীকালের অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়ায় র্যাবও মাঠে থাকবে। র্যাব-১২ বগুড়ার দুটি টহল দল জেলার মহাসড়কে তাদের টহল কার্যক্রম চালাবে।
এ ছাড়া যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে রিজার্ভ টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি বগুড়ার রেলপথ অংশে নাশকতা ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম চালাবে পুলিশের বিশেষায়িত এই ইউনিট।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, সবরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাব প্রস্তুত আছে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবেনা।
সোনালী/জেআর