ঢাকা | মে ৪, ২০২৫ - ৪:৫৩ পূর্বাহ্ন

বুকে গুলি চালিয়ে মাওলানা তারিক জামিলের ছেলের আত্মহত্যা

  • আপডেট: Monday, October 30, 2023 - 9:32 pm

অনলাইন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল নিজেই তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ অক্টোবর) পাঞ্জাবের তালামবায় মারা যান তারিকের ছেলে আসিম জামিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে তারিক জামিল লিখেছেন, ‌‌‘এমন দুঃখের দিনে সবাইকে আমাদের জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ আমার সন্তানকে জান্নাতের সুউচ্চ জায়গা দান করুন।’

এই মৃত্যুকে দুর্ঘটনাবশত বলে উল্লেখ করেছেন তারিক জামিল।

দেশটির গণমাধ্যম সামা ডিজিটালের এক প্রতিবেদনে বলা হয়, ডিপিও খানেওয়াল রানা উমর ফারুক সালামত গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বুকে একটি গুলি লেগেছে।

তারিক জামিলের ভাতিজা বলেন, ‘আসিম জামিল নিজের বুকে গুলি করেছেন।’

পাঞ্জাব পুলিশ বিবৃতিতে জানিয়েছে, গুলিবিদ্ধ হয়েই মারা গেছেন আসিম জামিল।

ডনকে মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহাইল চৌধুরী বলেছেন, নিজের বাড়ির জিমেই নিজের বুকে গুলি করেছেন আসিম। এই পুলিশ কর্মকর্তার দাবি, আসিমের পরিবার জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

সোহাইল আরও জানিয়েছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেঁটেও নিশ্চিতভাবেই দেখেছে আসিম নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন।

আরও পড়ুন: কাজাখস্তানে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩২

তবে পাঞ্জাব পুলিশ বলছে, চূড়ান্ত তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পরই অসিমের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS