নাটোরে ঋণ নিয়ে দিশেহারা কৃষক: গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
অনলাইন ডেস্ক: এলাকার নানাজনের কাছ থেকে চড়া সুদে প্রায় ১০-১২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন কৃষক জুয়েল আলী মণ্ডল (৫২)। টাকা পরিশোধ করতে না পারায় ওইসব ব্যক্তি চাপ দিতে থাকেন।
তাদের চাপে অসহ্য হয়ে সোমবার তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
জুয়েল আলী মণ্ডল নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের হিজলী গ্রামের মোজাফফর আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ঋণ নেওয়ার পর দাদন ব্যবসায়ীরা চাপাচাপি শুরু করলে জুয়েল বাড়ি ছেড়ে অন্যত্র রাতযাপন করতে থাকেন।
আজ দুপুরে বিয়াশ মাধা বাঁশবাড়িয়ায় বোনের বাড়ি থেকে সিংড়া বাজারে যাওয়ার পথে সাতপুকুরিয়া-ডাহিয়ার ডুবন্ত সড়ক এলাকায় গ্যাস ট্যাবলেট খান তিনি।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। কিন্তু পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীম আলম বলেন, জুয়েল আলীর অবস্থা খারাপ দেখে রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
জুয়েলের পাতানো ছেলে নজরুল ইসলাম জানান, পারিবারিক সমস্যার কারণে এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে চড়া সুদে ১০-১২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন জুয়েল মণ্ডল।
এর মধ্যে জয়তুন বেগম নামে সিংড়া পৌরসভার এক কাউন্সিলরের কাছ থেকে তিনি চড়া সুদে ৩ লাখ টাকা নেন। ৬-৭ দিন আগে জুয়েলের বাড়িতে যান ওই নারী।
পরে তাঁকে ১০ হাজার টাকা দিয়ে সেদিনের মতো বিদায় করা হয়। জমি বিক্রি করে সবার টাকা পরিশোধের পরিকল্পনা করা হচ্ছিল। এর মধ্যে তিনি আত্মহত্যা করলেন।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোনালী/জেআর