ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:০৫ অপরাহ্ন

শহরে কাল দিনব্যাপী অবস্থান নেবে ওয়ার্কার্স পার্টি

  • আপডেট: Friday, October 27, 2023 - 10:00 pm

পার্টি কার্যালয়ে জরুরি বৈঠক 

স্টাফ রিপোর্টার: কর্মসূচির নামে বিএনপি-জামায়াত সাধারণ জনগণের জানমালের ক্ষতির ষড়যন্ত্র করলে তা প্রতিহত করতে আগামীকাল শনিবার সারাদিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি।

আজ শুক্রবার শহরস্থ সাহেব বাজার জিরোপয়েন্টের দলীয় কার্যালয়ে ৩০টি ওয়ার্ড কমিটির সঙ্গে মহানগর কমিটির এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম।

বক্তব্য রাখেন, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মহানগর সদস্য সীতানাথ বণিক, আলমগীর হোসেন, সাঈদ চৌধুরী, আব্দুল খালেক বকুল প্রমুখ। সভাটি পরিচালনা করেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

সভায় ৩০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মহানগর কমিটির নেতারা। একইসঙ্গে বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও কর্মসূচির নামে নাশকতা করার অপচেষ্টাকে প্রতিহত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।

সোনালী/জগদীশ রবিদাস