ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:২৬ অপরাহ্ন

মহাসমাবেশ: পুলিশের সহায়তায় ২ হাজার আনসার প্রস্তুত রাখার নির্দেশ

  • আপডেট: Friday, October 27, 2023 - 11:59 pm

অনলাইন ডেস্ক:ৎদেশের বড় দুটি রাজনৈতিক দলের মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে ২ হাজার আনসার সদস্যকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর উপসচিব মো. রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।

দুই হাজার আনসার সদস্যকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে আদেশে বলা হয়, শনিবার ঢাকা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে স্ট্যান্ডবাই (প্রস্তুত) রাখতে হবে।

আদেশে আরও বলা হয়, একদিনের জন্য এ সব আনসার সদস্যদের সকাল ৮টা থেকে রাজধানীর খিলগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে প্রস্তুত রাখতে সব কার্যক্রম গ্রহণ করতে বলা হয়।

সোনালী/জেআর