ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১২:০৩ অপরাহ্ন

মিমির চমক!

  • আপডেট: Wednesday, October 25, 2023 - 8:39 pm

অনলাইন ডেস্ক: মিমি চক্রবর্তী। ঢালিউডের পাঠ চুকে বলিউডে পা রাখতে চলেছেন, সে খবর নতুন নয়। পুজার সময় সুখবর দিয়ে প্রকাশ্যে এনেছিলেন প্রথম ঝলক। এবার নিজেই শেয়ার করলেন তার প্রথম বলিউডি ছবির ট্রেলার।

এবার সেই ছবির মুক্তির তারিখ শেয়ার করলেন তিনি। ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’। এতে দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে এই তারকা সাংসদকে। পুলিশ চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কম কসরত করতে হয়নি মিমিকে। ঘরের ভেতরেই প্রতিদিন নিয়ম করে বুলেট বাইক চালানো প্র্যাকটিস করতে হয়েছে।

সোনালী/জেআর