ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৪ - ২:৪০ পূর্বাহ্ন

প্রথা ভাঙলেন কঙ্গনা রানাউত

  • আপডেট: Wednesday, October 25, 2023 - 7:19 pm

অনলাইন ডেস্ক: বলিউডে সবসময়ের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিপাড়ার তারকা এবং তারকা সন্তানদের সমালোচনা করতে কখনও পিছপা হন না তিনি। সেই কঙ্গনা এবার গত ৫০ বছরের প্রথা ভেঙে লালকেল্লায় রাবণ দহনের সূচনা করলেন। এই নিয়ে নিয়ে তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন রাবণ দহনের এই অনুষ্ঠানের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম এক নারী রাবণ দহনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। জয় শ্রী রাম!

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা এই রাবণ দহনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সেই অনুষ্ঠানের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চলতি বছরে নতুনভাবে কিছু করার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের।

অন্য দিকে, এই মুহূর্তে নিজের পরবর্তী সিনেমা ‘তেজস’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন কঙ্গনা। ফলে কঙ্গনাকে বেছে নিতে সময় লাগেনি আয়োজকদের। মঙ্গলবার দিল্লির লালকেল্লায় এই অনুষ্ঠান হয়।সূত্র: আনন্দবাজর

সোনালী/জেআর