ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১০:৫৬ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতার মাদক আসরের ছবি ভাইরাল

  • আপডেট: Sunday, October 22, 2023 - 12:41 am

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের এক নেতার মাদক আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উপজেলাজুড়ে এ নিয়ে তোলপাড় চলছে।

আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিসানুর জামান উপজেলার সালামপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের অনুসারী। জিসানুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী।

শুক্রবার (২০অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলবলসহ তার মাদক আসরের চারটি ছবি ভাইরাল হয়।

এতে গাঁজা ও মদ নিয়ে একটি ঘরে কয়েকজনের সঙ্গে আসর বসানোর দৃশ্য দেখা যাচ্ছে। ছবিতে অন্যদের সঙ্গে ছাত্রলীগ নেতা জিসানুরকে চানাচুর নিয়ে সঙ্গ দিতে দেখা যাচ্ছে।

তবে ওই মাদক আসরে উপস্থিতির কথা স্বীকার করে জিসানুর বলেন, ‘ঘটনাটি কয়েক মাস আগের। ওই মাদক আসরে উপস্থিত থাকলেও আমি কোনো মাদক সেবন করিনি। পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কখনো সিগারেটও খাইনি। আমার ডোপ টেস্ট করলেই সব প্রমাণ পাওয়া যাবে।’

এদিকে তার মাদক আসরের ভাইরাল ছবি সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নিজেদের প্রোফাইলে পোস্ট করে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তোলা হচ্ছে।

গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল তৌহিদ তরঙ্গ বলেন, ‘ছাত্রলীগ কখনো মাদককে সমর্থন করে না। এ বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, ‘ছবিটি দেখেছি। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনবিরোধী। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। এবিষয়ে দ্রুতই একটি তদন্ত কমিটি করা হবে।

তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধের নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রলীগে কোনো মাদকসেবী ও সন্ত্রাসীর স্থান নেই।’

সোনালী/জেআর