ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:৪৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগে মিলল ২টি তাজা ককটেল

  • আপডেট: Sunday, October 22, 2023 - 1:00 am

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ডারাকাটা মোড়ে রাস্তার পাশ থেকে দুইটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ডারাকাটা মোড় থেকে ককটেল দুইটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি সাদা স্কচটেপ ও একটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালী/জেআর