ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫৪ অপরাহ্ন

ইসরায়েলের নির্মম হামলা: ১৭৫৬ শিশুসহ মোট নিহত ৪৩৮৫

  • আপডেট: Saturday, October 21, 2023 - 9:00 pm

অনলাইন ডেস্ক: গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত চার হাজার ৩৮৫ ফিলিস্তিনির ‍মৃত্যু হয়েছে।

এই হামলায় মৃতদের মধ্যে এক হাজার ৭৫৬ জন শিশু।

ইসরায়েল অভ্যন্তরে ঢুকে ৭ অক্টোবর হামলা চালায় গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তার পাল্টা জবাবে গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

বেসামরিক এলাকা ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

সূত্র: বিবিসি