ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৪:৫৬ পূর্বাহ্ন

নাটোরে তেলের দোকানে ভয়াবহ আগ্নিকাণ্ড, বাজারজুড়ে আতংক

  • আপডেট: Friday, October 20, 2023 - 6:00 pm

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রামের মৌখড়া বাজারে একটি জ্বালানি তেল বিক্রির দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে এই আগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন জানান, বেলা ১২টার দিকে বাজারের সুজন মন্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় সিলিন্ডার বিস্ফোরণে দোকানে আগুন ধরে যায়।

এ সময় দোকানটিতে মজুদ পেট্রল, ডিজেল, কেরোসিনে আগুন লেগে যায়। পরে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, মাত্র ১০ মাস আগেও ওই দোকানে একইভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান বলেন, তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সোনালী/জেআর