ঢাকা | মে ১৯, ২০২৪ - ২:৩৯ অপরাহ্ন

রাসেল দিবসে মাদ্রাসা ছাত্রদের জুব্বা দিলেন ডাবলু

  • আপডেট: Wednesday, October 18, 2023 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে শতাধিক মাদ্রাসা ছাত্রদের মাঝে জুব্বা বিতরণ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আজ বুধবার বাদ আসর শহরের ছোট বনগ্রাম (পূর্ব পাড়া) সপুরায় তা’লিমুল কুরআন হাফিজিয়া ক্বাওমিয়া মাদ্রাসা ছাত্রদের মাঝে তিনি জুব্বা প্রদান করেন।

এসময় ডাবলু সরকার বলেন, “বঙ্গবন্ধুর খুব আদরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। দুরন্ত ও প্রাণবন্ত বালক শেখ রাসেল ছিলেন পরিবারের সকলের খুব আদরের ও ভালোবাসার একজন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মধ্যে দিয়ে শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়। তাকেও বাঁচতে দেয়নি খুনিরা। শেখ রাসেলকে যারা হত্যা করেছে, তারা মানবতাকে হত্যা করেছে।”

ডাবলু আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বর্তমানে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছেন। এমন সময় স্বাধীনতা বিরোধী শক্তিরা, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা আপনারা সকলে সজাগ থাকবেন। কোন ধরনের মিথ্যা-গুজব কে প্রশ্রয় দিবেন না।

এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর