ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ২:১১ অপরাহ্ন

নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট: Sunday, October 15, 2023 - 6:22 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে নিজ লেদে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ফাহাদ আলী মাসুম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাসুম উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের বাসিন্দা জুয়েলের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, মাসুম দুপুর বারোটার দিকে তার নিজের লেদ কারখানায় কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুতের লাইনে স্পৃষ্ঠ হয়ে মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারায়।

বিষয়টি বুঝতে পেরে লেদের অন্য শ্রমিকরা দ্রত মেইন সুইচ অফ করে তাকে ঊদ্ধার করে। সংগে সংগে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

সোনালী/জেআর