ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে ৪৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাকারবারী গ্রেপ্তার

  • আপডেট: Friday, October 13, 2023 - 7:22 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বিজিবি’র এর একটি দল চালিয়ে সাড়ে ৪৩ লাখ টাকা মূল্যের ৪৪ ভরি ১৩ আনা ওজনের স্বর্ণালংকারসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃত হচ্ছে, জেলার ভোলাহাট উপজেলার চামুসা গ্রামের মো. লোকমান আলীর ছেলে মো. আব্দুর রাহিম(৩০)।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাহিমকে স্বর্ণালংকারসহ হাতে-নাতে আটক করে।

এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের শেষে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সোনালী/জেআর