ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৬:৫১ পূর্বাহ্ন

বাগমারায় রাস্তার জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

  • আপডেট: Friday, October 13, 2023 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: বাগমারায় এক প্রভাবশালী ব্যবসায়ী নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় এলাকাবাসীর পক্ষে দেউলিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ফরেজ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাসুপাড়া ইউনিয়নের দেউলা চৌরাস্তার মোড় সংলগ্ন নাটোর কোল্ড স্টোরের পাশে সরকারি রাস্তার গাছ সীমানার মধ্যে নিয়ে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করছেন ভবানীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আল হেলাল।

তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী নেতা হওয়ায় কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। এ কারণে কোনো কিছুর তোয়াক্কা না করে ক্ষমতার জোরে তিনি সরকারি রাস্তার জমি দখল করে নিয়ে স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরকারি সার্ভেয়ার দ্বারা রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়ে চিঠি দেয়া হয়েছে।

সোনালী/জেআর