ঢাকা | মে ৯, ২০২৫ - ১০:৫১ অপরাহ্ন

গাজা ফিলিস্তিনিদেরই ভূমি, বললেন পুতিন

  • আপডেট: Friday, October 13, 2023 - 6:00 pm

অনলাইন ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইসরায়েল। দেশটির এমন নির্দেশের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, এমন পদক্ষেপের মধ্য দিয়ে শান্তি অর্জন সম্ভব নয়। কারণ গাজা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের ভূমি।

বৃস্পতিবার মিডল ইস্ট মনিটরের বরাত এ খবর জানা গেছে।

খবরে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইসরায়েল। গাজায় সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে দেশটি।

এমন অবস্থায় সেখানে থাকা মিলিয়ন মিলিয়ন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নিতে হতে পারে। কিন্তু ফিলিস্তিনিদের এভাবে গাজা ছাড়তে চাপ প্রয়োগের সমালোচনা করেছেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, বিষয়টি মূল্যায়ন করা কঠিন। এটি সেই ভূমি যেখানে ফিলিস্তিনিরা বাস করে। ঐতিহাসিকভাবে গাজা তাদের ভূমি।

তিনি বলেন, যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়, গাজা তার অংশ। আমার মতে, ইসরাইলের এমন পদক্ষেপ শান্তি অর্জন করতে পারবে না।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS