ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৫ - ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম

আ’লীগ নেতা বাবুলের মায়ের মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যানের শোক

  • আপডেট: Monday, October 9, 2023 - 6:52 pm

স্টাফ রিপোর্টার: মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুলের মা জামেলা খাতুন সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি– রাজিউন)।

তার মৃত্যুতে শোক প্রকাশ ও মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

বিলসিমলা জামে মসজিদ চত্বরে বাদ আসর মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল।

এ ছাড়াও জানাজায় নেতা-কর্মীসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে হেতেমখাঁ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

সোনালী/জেআর