ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৫:০৯ অপরাহ্ন

কাউন্সিলর কামরুজ্জামানের ভাইয়ের মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Sunday, October 8, 2023 - 7:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু ও ছাত্রমৈত্রীর সাবেক নেতা মনোয়ার হোসেন সেলিমের বড়ভাই আইনাল হক চাঁদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

গতকাল শনিবার রাত সাড়ে দশটায় মহিষবাথান এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে আইনাল হক চাঁদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

আজ রোববার সকালে এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আজ রোববার বাদ আসর শহরের মহিষবাথান কবরস্থান সংলগ্ন মাঠে আইনাল হক চাঁদের জানাজা শেষে মহিষবাথান কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস