ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩১ অপরাহ্ন

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্র নিহত, আহত ২

  • আপডেট: Saturday, October 7, 2023 - 5:00 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার উজগ্রাম দক্ষিণপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল গাবতলী ভটকার তাইর গ্রামের ইউনুছ আলীর ছেলে ও কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী।

আহতরা হলেন, একই গ্রামের মেহেদী হাসান ও উজগ্রাম দক্ষিণপাড়া এলাকার আশিক হাসান। তারা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, শুক্রবার বিকেলে দাওয়াত শেষে মোটরসাইকেল করে রাসেল, মেহেদী ও আশিক বাড়ি ফিরছিল। বৃষ্টিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক বাড়ির দেয়ালে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই রাসেল মারা যায়। পরে মেহেদী ও আশিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোনালী/জেআর