ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম

আন্তঃস্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী

  • আপডেট: Saturday, October 7, 2023 - 10:22 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মাসুদুল হক ডুলু স্মৃতি মহানগর আন্তঃস্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী প্রধান অতিথি থেকে এ টেবিল টেনিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরণ করেন।

ভিক্টোরিয়া ক্রীড়া চক্রের সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী টিটিসির কোরিয়ান ভাষা শিক্ষক সুন ওয়াং, রাজশাহী জেলা টেবিল টেনিস সমিতির সদস্য সচিব তোহিদ উদ্দিন, রাজশাহী ভিক্টোরিয়া ক্রীড়া চক্রের নির্বাহী সদস্য ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিকদাদ বিন হক ইথার, পৃষ্ঠপোষক মেহেদি হাসান প্রমুখ।

প্রতিযোগিতায় রাজশাহী মহানগরীতে অবস্থিত বিভিন্ন স্কুলের ২১ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। বালক বিভাগের ফাইনাল খেলায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ফারহান ৩-০ গেমে একই স্কুলের সাদাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগের ফাইনাল খেলায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নাফিসা একই স্কুলের শশীকে ৩-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উদীয়মান খেলোয়াড় হিসেবে দুই জনকে সেমিফাইনালিস্ট হিসেবে পুরস্কৃত করা হয়। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিযোগিতা কমিটির আহবায়ক এ, কে, এম মোহায়মেনুল হক নিশান। সঞ্চালনা করেন আব্দুর রোকন মাসুম।

সোনালী/জেআর