ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৫৯ অপরাহ্ন

হঠাৎ বন্যা || নির্ঘুম রাত কাটছে অনেক এলাকায়

  • আপডেট: Friday, October 6, 2023 - 1:00 am

অনলাইন ডেস্ক: হঠাৎ বন্যায় ভোগান্তিতে পড়েছেন তিস্তাপারের মানুষ। এ ছাড়া টানা বৃষ্টিতে সারা দেশে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পায়। গতকাল দুপুর ৩টা পর্যন্ত তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এতে তিস্তার দুই পারের নিম্নাঞ্চলসহ চরাঞ্চল ডুবে গেছে। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তিস্তাপারের মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দেশের বিভিন্ন জেলা শহরের বেশির ভাগ রাস্তাঘাট। অনেক রাস্তায় হাঁটু সমান পানি জমেছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় নোয়াখালী উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ দুই দিন ধরে বন্ধ রয়েছে।

লালমনিরহাট : তিস্তার উজানে বাঁধ ভেঙে যাওয়ায় পানির ঢলে এবং টানা বৃষ্টিতে তিস্তায় বন্যা দেখা দিয়েছে। এতে তিস্তার দুই পারের নিম্নাঞ্চলসহ চরাঞ্চল ডুবে গেছে। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন মানুষ। তিস্তার চরাঞ্চলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাসে বিপাকে পড়েছেন বানভাসি মানুষ। গরু-ছাগল নিয়ে ঠাঁই নিয়েছেন বন্যা আশ্রয় কেন্দ্রে কেউ বা উঁচু রাস্তায়। উৎকণ্ঠায় মধ্য দিয়ে রাত পার করলেও পানি নেমে যেতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বন্যা-পরবর্তী ভাঙনের আশঙ্কায় রয়েছেন তিস্তাপারের হাজারো মানুষ।

আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, বন্যার পানিতে চরের সবজি খেত, আলু, রোপা আমনসহ বিভিন্ন ফসল ডুবে আছে। মাঠপর্যায়ে আমাদের লোকজন কাজ করছে।

রংপুর : তিস্তার পানি ডালিয়া পয়েন্টে কমলেও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ওপরে রয়েছে। গতকাল দুপুরে গঙ্গাচড়ায় লাশ (পুরুষ) ভেসে আসে। তিস্তার তীব্র স্রোতে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইচলী গ্রামের স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁধের ২৫০ ফুট অংশ ভেঙে গেছে। এতে কয়েকটি বসতভিটা নদীগর্ভে চলে গেছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে তিস্তার পানি দুপুর ৩টা পর্যন্ত বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। স্থানীয় পাউবো জানায়, গতকাল সন্ধ্যায় তিস্তা নদীর পানি কমে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হয়।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধটি খুলে দেওয়া হয়েছে। ভারতীয় অংশে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে থাকে। তবে বৃহস্পতিবার পানি দ্রুত কমে যায়।

গাইবান্ধা : উজানের ঢল ও টানা বর্ষণের ফলে উত্তরের জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড তথ্য মতে, গতকাল বিকাল ৩টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলে সকাল থেকে মুষলধারে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ রাস্তাঘাট। চরম বিড়ম্বনায় পড়েছে শহরবাসী।

নোয়াখালী : লঘুচাপ ও বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ দুই দিন ধরে বন্ধ রয়েছে। গতকাল দুপুর থেকে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ : বুধবার রাত ১২টা থেকে গতকাল দিনভর টানা বৃষ্টিতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে। বর্ষাকালে বৃষ্টির দেখা না মিললেও শরতের আশ্বিন মাসে এসে ভারী বৃষ্টি হচ্ছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় টানা বর্ষণে তলিয়ে গেছে মাঠঘাট। বিঘ্ন ঘটছে স্বাভাবিক কর্মকান্ডে। ব্যাহত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। ২৪ ঘণ্টায় ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার।

সোনালী/জেআর