ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:১০ অপরাহ্ন

বগুড়ায় বৃদ্ধা দাদিকে হত্যা, নাতি আটক

  • আপডেট: Friday, October 6, 2023 - 12:10 am

অনলাইন ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দাদি জরিয়ম বিবিকে (৭০) গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন নাতি।

বুধবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ওমরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নাতি মহির উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মহির উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকরাম হোসেন জানান, ওমরপুর গ্রামের দয়াল মোহাম্মদ আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে মহির উদ্দিন তার দাদি জরিয়ম বিবিকে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। নিহত জরিয়ম বিবি ওমরপুর গ্রামের মৃত উকিল প্রামাণিকের স্ত্রী।

দাদি ও নাতি উভয়ই মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাদের দুইজনকেই এক ঘরে বেঁধে রাখা হয়েছিল। ঘটনার আগে মহির উদ্দিন তার হাতের বাঁধন দাঁত দিয়ে কেটে ফেলে।

এরপর তার দাদি জরিয়ম বিবিকে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। তারপর সে একই গ্রামে তার ফুফুর বাড়িতে পালিয়ে যায়। পরে থানা পুলিশ মহির উদ্দিনকে ফুফুর বাড়ি থেকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শুনেছি দাদি ও নাতি উভয়ই মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, জড়িত মহির উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনালী/জেআর